শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালঞ্জের মুকসুদপুরে শতাধিক শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সৌদি আরব বৃহত্তর ফরিদপুর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান লাল মিয়া।
আজ বুধবার (২ ফেব্রুয়ারী ) বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সুবিধাভোগীদের মাঝে করোনা ভাইরাস সচেতনাতায় মাস্ক বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শেখ শাহাবুদ্দীন হিটু, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান লেবু, শেখ ইমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গোবিন্দপুর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন খান।
শেখ হাফিজুর রহমান লাল মিয়ার পুত্র শেখ ইমন জানান, তার পিতার ব্যাক্তিগত তহবিল থেকে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে এলাকার দু:স্থ্যদের জন্য বিভিন্ন অনুদানের ব্যবাস্থা করা হবে।