কন্দাল ফসল চাষে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাটের ফকিরহাটে কন্দার ফসল চাষে এক দিনের কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফকিরহাট উপজেলার আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আজিজুর রহমান।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানিযো খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে কন্দাল ফসল চাষের বিকল্প নেই। তাছাড়া এটি একটি উচ্চ মূল্যের ফসল। এই ফসল চাষ করে কৃষক লাভবান হবে।
প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৩০ জন চাষী অংশ নেন।