শিরোনাম

South east bank ad

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য তিনশ কোটি টাকা বরাদ্দ করলেন: অর্থমন্ত্রী

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভারতে নরেন্দ্র মোদী সরকারের বাজেটে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলির জন্য আগের মতোই অর্থ বরাদ্দ করা হল।২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশের জন্য তিনশ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

গত বাজেটেও বাংলাদেশের জন্য একই অঙ্কের অর্থ বরাদ্দ ছিল। তবে এবার চমক হলো, তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও দুইশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ছয়শ কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন।

অতীতে তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। এবারেও তালেবান আফগানিস্তান দখল করার পর তাদের সঙ্গে কূটনৈতিক স্তরে ভারতের খুব বেশি আলোচনা হয়েছে এমন নয়। তবে সেই তালেবানশাসিত আফগানিস্তানের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

সব চেয়ে বেশি বরাদ্দ রয়েছে ভুটানে জন্য, দুই হাজার ২৬৬ কোটি টাকা। তারপরে রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ আছে নয়শ কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫০ কোটি টাকা। আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি টাকা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: