ফের করোনায় আক্রান্ত মেয়র আতিক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পরিবারের সবাই করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমের কাছে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে রয়েছেন মেয়রের মেয়ে বুসরা আফরিন, জামাতা আহমেদ জাওয়াদ রহমান। তার স্ত্রীও কোভিট টেস্ট করিয়েছেন। এছাড়া আতিকুল ইসলামের সহকারী একান্ত সচিব-২ রিশাদ মোর্শেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন।
মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।