যুবলীগ কেন্দ্রীয় নেতা নাজমুলকে বেনাপোলে ফুলেল শুভেচ্ছা
মোঃ জামাল হোসেন, (যশোর):
এবিনিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, লেখক সুভাষ সিংহ রায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ফার্মাসিস্ট নাজমুল হাসানকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ড ও শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে ও পৌর গেট এলাকায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাবেক ছাএলীগ নেতা ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ডের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জ্বলের সার্বিক সহযোগিতায় এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাবেক ছাএলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান কামরুজ্জামান তরু, আওয়াল হোসেন, আশিকুল ইসলাম পারভেজ, হাসনাত আহম্মেদ রাসেল ও সুমন হোসেন, হাসানুজ্জামান তাজিন, আরিফ হোসেন রুবেল, এনামুল হক জুয়েল প্রমুখ।