গৃহবধূর ঝুলন্ত লাশ স্বামী আটক
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে ঘরের ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে খাদিজা আক্তার (২৪) নামে এক গৃহবধূ। গতকাল (৩১ জানুয়ারি) সোমবার সকালে পৌর শহরের ৫নং ওয়ার্ডের দক্ষিনপাড়া এলাকায় স্বামীর বাসগৃহে এ ঘটনা ঘটে। মৃত খাদিজা আক্তার কাপড় ব্যবসায়ী মোঃ হাবিব উল্লাহর স্ত্রী।
এ নিয়ে আজ (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে মৃতের আত্মীয়রা সাংবাদিকদের জানান, প্রায় সাড়ে ৪ বছর আগে দক্ষিণপাড়া এলাকার মোঃ হাবিব উল্লাহর সাথে বিয়ে হয় খাদিজা আক্তারের। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি ও স্বামী খাদিজার উপর নানা অত্যাচার করতো।
প্রায় সময় এসব অত্যাচার সহ্য করতে না পেরে খাদিজা তার বাবার বাসায় চলে আসলে স্বামী এসে আবার ফিরিয়ে নিয়ে যেতো। এসব অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে খাদিজা। স্থানীয় জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত।
গতকাল সোমবার সকালে খাদিজার স্বামীর পরিবারের লোকজনের চিৎকারে আমরা ছুটে গিয়ে খাদিজার এ অবস্থা দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে এবং স্বামী হাবিব উল্লাহ্ কে আটক করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (ভার:) মীর মাহাবুবুর রহমান জানায়, এ ঘটনায় স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।