বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকতার্, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।আজ (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী অফিসারগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, সরকারি কর্মকতার্-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেয়া তাদের দ্বায়িত্ব।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের ছাদ বাগানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।