শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে শহীদ হাজংমাতা রাশিমণি দিবস পালিত

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

শহীদ হাজংমাতা রাশিমণি'র ৭৬তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে কবিতাপাঠ, আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ৩০- ৩১ জানুয়ারী দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন টংক আন্দোলনের কিংবদন্তি নারী কুমুদিনী হাজং।

গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমদাদুল হক খান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক, অধ্যক্ষ ফারুক আহমেদ, আদিবাসী লেখক স্বপন হাজং, কবি সাজ্জাদ খান, চিত্রশিল্পী বিশ্বজিৎ হাজং রূপক, পল্টন হাজং, বারেন্দ্র দ্রং, নারী নেত্রী রাখী দ্রং প্রমুখ।

কবিতাপাঠ করেন লোকান্ত শাওন, পহেলী দে, দেবব্রত দাশ, হরিদাস হাজং, দুনিয়া মানুন, শাওন হাসান, বিদ্যুৎ সরকার, মুর্শিদা আকন্দ, দোলন হাজং, নাজমুল হুদা সারোয়ার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং।

গীতিকার সুজন হাজং তার স্বাগত বক্তব্যে বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনে রাশিমণি'র বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য তাঁকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করার দাবি জানান রাষ্ট্রের কাছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: