বেসিক ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার উত্তরখান, কুমিল্লার ভূশ্চি বাজার, বরিশালের পয়সারহাট এবং গাইবান্ধা সদরে আরো চারটি উপশাখা উদ্বোধন করা হয়েছে।
এই নিয়ে ব্যাংকের মোট উপশাখা হলো ১৭টি। সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপশাখা চারটির শুভ উদ্বোধন করেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন এবং ড. মোঃ আবদুল খালেক খান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মোঃ আঃ রহিম, আবু মোঃ মোফাজ্জেল, কোম্পানী সচিব মোঃ হাসান ইমাম, নিয়ন্ত্রণকারী শাখার ব্যবস্থাপকগণ, উপশাখাগুলোর ব্যবস্থাপকগণসহ স্থানীয় ব্যবসায়ি ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।