যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় এলাকায় ক্ষোভ
সঞ্জিব দাস, (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের জোলেখা বাজার নামক স্থানে।
ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আমাকে মানুষের কাছে হেয় ও প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে গত (২২ নভেম্বর) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, মামলার বাদী হোসনেআরা বেগম আমার প্রতিপক্ষের কু-পরামর্শে এই মামলাটি দায়ের করেন। যার মামলা নং- সিআর ৭৭৭/২০২১।
এ বিষয় নিয়ে বাদী হোসনেআরা বেগম বলেন আমার কাছ থেকে টাকা নিয়ে অস্বীকার করায় আমি মামলা করেছি।
এ বিষয় নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর সায়েদ চৌকিদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা পর্যন্ত গড়িয়েছে। আসলেই বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, আসলেই এ রকম ঘটনা হতাশাজনক।