শিরোনাম

South east bank ad

এক দাদন ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে এক দাদন ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে জায়গা দখল সহ নানা অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারের বিরুদ্ধে ভয়ে এতদিন কেউ মুখ খোলতে সাহস না পেলেও এবার অনেক মানুষ মুখ খোলতে শুরু করেছে।

সম্প্রতি প্রভাবশীলীদের দলখ করে রাখা একটি জায়গা প্রশাসন উদ্ধার করতে গেলে সাধারন মানুষ নানা অভিযোগ করেন। দাদন ব্যবসায়ী ও প্রভাবশালীদের কবল থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ নামে এক ব্যাক্তি কে জায়গা বুজিয়ে দেওয়ায় সাধারন মানুষ খুশি হয়েছে।

জানা যায়, মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর গ্রামের গুনু মিয়া ও তার ছেলেরা দীর্ঘদিন যাবত এলাকায় প্রভাব বিস্তার করছে। তারা অন্যের জমি দখল সহ নানা অপরাধে জড়িত।

ওই এলাকার বাসিন্দা সুজন মিয়া জানান, গুনু মিয়াদের এক সময় কিছু ছিল না। এখন তারা লাখ লাখ টাকার মালিক।
ওই গ্রামের ইব্রাহিম পাঠান জানান,তারা খুবই প্রভাবশালী। তাদের বিরুদ্ধে ক্উে কথা বললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ওদের কাছে পুলিশ প্রশাসন সহ সবাই জিম্মি। তারা সুদের ব্যবসা করে।

সম্প্রতি পশ্চিম মাধবপুর এলাকার হাবিব উল্লাহ ও তার ভাইদের ২৮ শতক জায়গা দখল করে ইমরাত নির্মান করে গুনু মিয়া। পরে হাবিব উল্লাহ ও তার ভাইয়েরা আদালতের মামলা করলে হবিগঞ্জের সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ বেগম তনিয়া ইসলাম দখলকারীদের উচ্ছেদ করে হাবিব উল্লাহদের বুজিয়ে দিতে আদেশ দেন।

এই আদেশের প্রেক্ষিতে গত ২৬ জানুয়ারী মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলকারদের কাছে থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ ও তার ভাইদের বুজিয়ে দেওয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: