ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
শামীম আলম, (জামালপুর):
জামালপুরে ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার (29 জানুয়ারি) রাতে উপজেলার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এঘটনা ঘটে। তার নাম নাঈম খন্দকার (১৮) ।
নাঈম খন্দকার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্যে এলাকার মোঃ শহিদ খন্দকারের ছেলে।
এ সময় তার সাথে থাকা আরও দুইজন আহত হয়েছেন। তৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহত নাঈম একটি হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত ছিল।
ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ জানায়, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদ্রসায় ওয়াজ মাহফিল শুনতে মোটর সাইকেল দিয়ে বাড়ি থেকে বের হয় যুবক নাঈম খন্দকার । এ সময় তার সাথে আরও দুই মোটরসাইকেল আরোহী ছিলেন ।
পথে মোশারফগঞ্জ এলাকার গাইছিপাড়া রেলক্রোসিং এলাকা পৌছালে ইসলামপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনার স্থলেই মৃত্যু হয় নাঈম খন্দকারের।
এ সময় নাঈম এর সাথে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। জামালপুর রেওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গুলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।