সাবেক স্বামীর ছুরিকাঘাতে মিম আক্তার নামে এক নারী নিহত
মোঃ রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে মিম আক্তার (২১) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সাবেক স্বামী।
আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাটোর সদরের হালসা ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিম আক্তার একই এলাকার আব্দুল মমিনের মেয়ে। অভিযুক্ত রাজু প্রামানিক শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, নাটোর শহরের হাফরাস্তা এলাকার দোকান কর্মচারী রাজু প্রামানিকের সাথে বিয়ে হয়েছিল মিম আক্তারের। বনিবনা না হওয়ায় ৬ মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে মিম তার বাবার বাড়ি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে চলে যায়।
আজ সকাল ১১টার দিকে সহযোগী সহ রাজু সেখানে গিয়ে সাবেক স্ত্রী মিমকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা মিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের।