শিরোনাম

South east bank ad

দেড় কিলোমিটার ভাঙা সড়কে ৫ গ্রামের মানুষের দুভোর্গ

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরের উপজেলা সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালি গ্রামের ৫ নং ওয়ার্ডের ফকিরহাট থেকে নতুন হাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ জনবহুল পিচঢাল রাস্তাটির সমস্ত যায়গা জুড়ে খানা-খন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাঁচ গ্রামের মানুষ দীর্ঘদিনধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

দীর্ঘ ৬ বছরেও মেরামতের কোন উদ্যোগ না নেয়ায় এমন পরিস্থিতি বিরাজ করছে। সরেজমিনে গেলে স্থানীয় মোঃ আজিজুল হাওলাদার ও রুহুল আমিন হাওলাদারসহ একাধিক ভুক্তভোগীরা জানান, খানা-খন্দ সৃষ্টি হওয়া ওই সড়কটি মেরামত না করায় ছোট কৈবর্তখালি, চর গালুয়া, নিজ গালুয়া ও জীবনদাসকাঠিসহ পাঁচটি গ্রামের প্রায় চার সহস্রাধিক লোক কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

গত ২০১৬ সালে একবার মেরামত করা হয়েছিল। তারপরে অদ্যবদি পর্যন্ত মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের চরম দুভোর্গের সৃষ্টি হয়েছে। এলাকার নুর মোহাম্মদ সিকদার, মোঃ জহিরুল ইসলাম ও নুরুজ্জামান মোল্লাসহ একাধিক লোক জানান, সড়কটি দিয়ে মোটর সাইকেল, রিক্সা, ইজিবাইক ও এ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

এর ফলে ধান, চালসহ বাজারে নেয়া-আনার বোঝা এবং জরুরী চিকিৎসা পেতে রোগীদের নিয়ে এলাকাবাসির চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও ৩৫ নং ছোট কৈবর্তখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সুলতান আহম্মেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিকে মাধ্যমিক বিদ্যালয়, জীবনদাসকাঠি দাখিল মাদ্রাসা ও জীবনদাসকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথর্ীদের অধিকাংশই ওই সড়কটি দিয়ে যাওয়া-আসা করছেন।

রাস্তা ভাঙ্গাচোরা হওয়ায় রিক্সা ও ইজিবাইকে না চরে পায় হেটে কষ্টকরে বিদ্যালয় যেতে হচ্ছে কারন যে কোন সময় রিক্সা, ভ্যান ও ইজিবাইক উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় যান বাহন উল্টে প্রায় দিনই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।

রাস্তাটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য এলাকাবাসি সংশ্লিষ্ট উর্ধতন কতর্ৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা জানান, এ সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানেন না।

ওই রাস্তাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে সকটি সংষ্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: