ব্যাংক এশিয়ার এজেন্টের ড্রয়ার ভেঙ্গে ২ লক্ষ টাকার বেশি চুরি
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের গুরুদাসপুরে পোস্ট অফিসের ভেতর থেকে ব্যাংক এশিয়ার এজেন্টের ড্রয়ার ভেঙ্গে ২ লাখ ৫৮ হাজার টাকা চুরির অভিযোগ করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, গুরুদাসপুর পোস্ট অফিসের ভেতরে আর্থিক কার্যক্রম পরিচালনা করতো ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) বিকালে ব্যাংক এশিয়ার প্রতিনিধি কেয়া খাতুন ২ লাখ ৫৮ হাজার টাকা নিজ ড্রয়ারে তালাবদ্ধ করে চলে যান।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে অফিসে গিয়ে ভবনের ভেন্টিলেটর ও তার টেবিলের ড্রয়ার ভাঙ্গা এবং ড্রয়ার খালি অবস্থায় দেখতে পান।পরে টাকা চুরির বিষয়টি তিনি পুলিশ ও পোস্ট মাস্টারকে জানান।
পোস্ট মাস্টার মিজানুর রহমান জানান, ব্যাংক এশিয়ার প্রতিনিধি প্রতিদিন তাদের টাকা পোস্ট অফিসে জমা দেন।পরে সমুদয় টাকা রাতে থানায় জমা রাখা হয়।
কিন্তু গতকাল বুধবার ব্যাংক এশিয়া তাদের কাছে কোন টাকা জমা দেয়নি।বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।