শিরোনাম

South east bank ad

নবনির্বাচিত মেম্বার সাংবাদিক সুলতান খানকে সংবর্ধনা

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এস এম সুলতান খান উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল (২৬ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সভাকক্ষে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলা উদ্দিন আল -রনি, দৈনিক যায়যায়দিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি নুরুল হক কবির, উপজেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ন-সম্পাদক ইমান আলী, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. নাজমুল ইসলাম বকুল, প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, এড. মোস্তাক বাহার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দীন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ব্যকসের দপ্তর সম্পাদক আজিজ ইকবাল, ব্যবসায়ী মুক্তার হোসেন, নোমান আহমেদ, সাইফুর রাব্বি প্রমুখ। সভাশেষে নবনির্বাচিত মেম্বার এস এম সুলতান খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: