রহিমা মোজাফফর হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ ওয়াশ ব্লকের উদ্বোধন করলেন এমপি
শামীম আলম, (জামালপুর):
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের সহযোগিতায় প্রতিষ্ঠিত ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয় ।
আজ (২৬ জানুয়ারি) ওয়াশ ব্লকের উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিঃ মোঃ মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান চাঁন বিএসসি।
রশিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক, তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, পাকুল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানসহ ব্র্যাকের কর্মকর্তাগণ।
এ বিষয়ে তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোঃ আসাদুজ্জামান চাঁন বিএসসি বলেন, ওয়াশ ব্লকের কারণে শিক্ষার্থীদের অনেক সুবিধা হয়েছে। করোনা কালীন সময়ে তারা সহজেই তাদের হাত, মুখ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারবে।