শিরোনাম

South east bank ad

পুলিশের অভিযানে ৫ জোয়ারি গ্রেফতার

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জ সদর মডেল থানাধীন ৫নং গোপায়া ইউনিয়ের অন্তর্গত বড়ইউরি গ্রামে ছায়েদ মিয়ার বসত ঘরে একটি কক্ষে নগদ টাকা ও তাস দিয়া অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (২৫ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার ওসি মো: মাসুক আলীর নির্দেশে এসআই সাইফুল ইসলাম ও এসআই খোরশেদ আলমসহ একদল পুলিশ বড়ইউরি গ্রামের জনৈক ছায়েদ মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

এ সময় পালিয়ে যাওয়ার সময় ৫ জোয়ারিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার বড়ইউড়ি এলাকার মৃত মোক্তার মিয়ার ছেলে ছায়েদ মিয়া (৫০), মোঃ আব্দুল্লাহ মিয়ার ছেলে আঃ আওয়াল (৫০), আঃ হামিদের ছেলে আঃ আজিদ (৪৫), নূর মিয়ার ছেলে শাহীন মিয়া (৩০), মোখলেছ ওরফে মকলুছের ছেলে সাজন মিয়া (২৫)।

খোঁজনিয়ে জানাগেছে সাচ্ছু ও জায়েদের নেতৃত্বে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতি রাতেই হচ্ছে লাখ লাখ টাকার জুয়া। এসব জুয়ার আসর বসে হাওড় ও খোয়াই নদীর তীরে এবং বিভিন্ন বাড়ীতে । এ খেলায় জেলার বাহির থেকে গাড়ি নিয়ে দলে দলে আসে জুয়ারিরা।

এরপর সিএনসজি ভাড়া করে বিভিন্ন স্পটে যায় তারা। এ অবস্থায় বিপদগামী হচ্ছে হবিগঞ্জ সহ উপজেলার বিভিন্ন এলাকার যুবসমাজ। বাড়ছে নানা অপরাধ প্রবণতা। অভিযোগ রয়েছে, স্থানীয় জুয়াড়িরা শুধু খেলাতেই সীমাবদ্ধ থাকেন না।

সেই সাথে বিভিন্ন মাদক ও অনৈতিক কর্মকান্ডও চালিয়ে থাকে। এসব জুয়ার আসরে প্রতিনিয়ত যোগ দিচ্ছে নতুন নতুন কিশোর ও তরুণরা। আবার কিছু কিছু এলাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছেন জুয়া ও মাদকের কড়াল গ্রাসে। এসব শিক্ষর্থীরা জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে।

এদিকে জুয়ারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে হবিগঞ্জ মডেল থানা পুলিশ। এ পর্যন্ত বেশ কয়েকজন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত আছে বলে ওসি মো: মাসুক আলী জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: