অজ্ঞাত মহিলার দগ্ধ অংশবিশেষ উদ্ধার
জাকির হোসেন, (ফরিদপুর):
ফরিদপুরে অজ্ঞাত মহিলার দগ্ধ অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া কাজিরডাঙ্গী নামক একটি মাঠে থেকে ওই অজ্ঞাত মহিলার দেহাবশেষ উদ্ধার করা হয়।
তবে, দেহের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় ওই মহিলার নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
জানা যায়, বিলনালিয়া কাজির ডাঙ্গী একটি মাঠের ভিতরে এক অজ্ঞাত মহিলার দেহাবশেষ পুড়তে দেখে এলাকাবাসী। পরে এলাবাসী খবর দেয় পুলিশকে।
খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জুন সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে করেছ।
তিনি বলেন, একটি ব্যাগের ভিতর দুগ্ধ অবস্থায় মরদেহটি দেখতে পাই। দেহের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। তাই, চেনা যাইনি। তবে, চুল দেখে মহিলার মরদেহ বলে ধারণা করছি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পেট্রোল ধরনের কিছু দিয়ে মরদেহটিতে আগুন লাগানো হয়েছে।