কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১০
মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ ):
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ (২৫ জানয়ারি) মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ অভিযান পরিচালনা গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই তানজিল আল আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম নগরীর পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছন থেকে নিয়মিত মামলার আসামী আকাশকে গ্রেফতার করে।
এসআই আবুল কাশেম এবং এএসআই সুজন চন্দ্র সাহার নেতৃত্বে একটি টীম জিআর মামলায় পরোয়ানাভূক্ত দুই আসাম কে গ্রেফতার করে।
তারা হলো, চকনজুর মোঃ সাদ্দাম ও মাসকান্দা হাইস্কুল রোডের ফরহাদ হোসেন। এছাড়া সিআর মামলায় পরোয়ানাভুক্ত আরো ৭ আসামীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।