শিরোনাম

South east bank ad

বর্ষসেরা বাবর আজম

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের জন্য বাবরের সঙ্গে মনোনীত হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার মালান। এদের মধ্যে বর্ষসেরা হওয়ার দৌড়ে সাকিবই বড় প্রতিদ্ব›দ্বী ছিলেন।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘২০২১ সালে মাত্র ছয়টি ওয়ানডে খেলেছেন বাবর। কিন্তু বছরটিতে পাকিস্তানের খেলা দুই সিরিজেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাবর।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের দুটি ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছিলেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ২২৮ রান করেছিলেন বাবর। প্রথম ওয়ানডেতে ২৭৪ রানের টার্গেটে সেঞ্চুরি করেছিলেন এবং শেষ ম্যাচে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৩২০ রানের জবাবে ৮২ বলে ৯৪ রান করেন বাবর।

ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারা সিরিজে একাই লড়াই করেছেন বাবর। তিন ম্যাচে ১৭৭ রান করেন তিনি। কিন্তু সিরিজে আর কোনো ব্যাটসম্যানই ১শর বেশি রান করতে পারেননি। তবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশি, সাকিব, মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম জায়গা করে নেন।

২০২১ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। নয় ম্যাচে ৩৯ দশমিক ৫৭ গড়ে দুটি হাফ সেঞ্চুরিতে ২৭৭ রান করেন সাকিব। ১৭ দশমিক ৫২ গড়ে ১৭ উইকেটও শিকার করেছেন সাকিব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সিরিজেই সেরা খেলোয়াড় হন সাকিব। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ২০২১ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার মালান।

বিশ্ব ক্রিকেটের নির্বাহী নিয়ন্ত্রক সংস্থাটি গতকাল গত বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মালানের নাম ঘোষণা করেছে। ২০১৯ সালে টি-টোয়েন্টির পর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় মালানের। ২০২১ সালে ১৭টি আন্তর্জাতিক ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিসহ ৭১৫ রান করেন মালান।

এদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বর্ষসেরার হওয়ার লড়াইয়ে রিজওয়ান সঙ্গে মনোনীত হয়েছিলেন ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলংকার ওয়ানিন্দুু হাসারাঙ্গা। বাটলার-মিচেল ও হাসারাঙ্গাকে পেছনে ফেলে সেরা হয়েছেন রিজওয়ান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: