শিরোনাম

South east bank ad

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুল হাসান

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

কামরুল হাসানকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে আজ রোববার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন আগামী ৩০ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

কামরুল হাসান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ময়মনসিংহের বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মৌলভীবাজারের জেলা প্রশাসক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সচিব, মৌসুমি হজ অফিসার (২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সাল), উপ-সচিব ও যুগ্মসচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং যুগ্মসচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ছিলেন। কামরুল হাসানের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: