শিরোনাম

South east bank ad

অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়’কে বাস উপহার

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়’কে বাস উপহার দিল অগ্রণী বাংক লিমিটেড । বিশ্ববিদ্যালযের প্রশাসন ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম এর হাতে চাবি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি ড. মাাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড.মিজানুর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক ও সিএফও মনোয়ার হোসেন এফসিএ,এফসিএমএ, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক(পিসিএমডি) আশেক এলাহী , কুষ্টিয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ,ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শাখা প্রধান সহ প্রমুখ।

প্রধান অতিথি ভিসি ড. শেখ আব্দুস সালাম অগ্রণী ব্যাংক এর এই মহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম অবিরত অগ্রযাত্রায় অগ্রণী ব্যাংক মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাচ্ছে বলে তার মত প্রকাশ করে বলেন-‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নামকরন করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার প্রদান করতে পেরে আমরা ধন্য।’ তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং কর্মকর্তা সহ সকলকে অগ্রণী ব্যাংক এর সেবা গ্রহণের আহবান জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: