শিরোনাম

South east bank ad

বোয়ালমারীতে কাইজ্যা বন্ধে হাজার হাজার মানুষের প্রতিজ্ঞা

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর):

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাইজ্যা (সংঘর্ষ), হামলা-মামলা বন্ধে হাজার হাজার মানুষকে নিয়ে শান্তিসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারী) বিকেলে উপজেলার তেলজুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তিসভা অনুষ্ঠিত হয়।

শান্তিসভায় উপজেলার তেলজুড়ী, রায়বর, দৈবকনন্দনপুর, নিধিপুর, দুর্গাপুর, বাজিতপুরসহ ১০ গ্রামের নেতা মাতুব্বরসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় তারা ক্যাঁইজা, হামলা-মামলা না করার প্রতিজ্ঞা করেন।

জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে শান্তি সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন, সমাজসেবক জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সৈয়দ সাকির আহমেদ সাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বীরমুক্তিযোদ্ধা খন্দকার ওলিয়ার রহমান, এস,আই মো. হাফিজুর রহমান, সাবেক মেম্বর আব্দুর রহমান,
সাবেক মেম্বর ফরহাদ সিকদার, মো. ইলিয়াস মাতুব্বর প্রমুখ।

বক্তরা বলেন, আজ থেকে ১০ গ্রামে আর কোন কাইজ্যা, মামলা থাকবে না। যত মামলা আছে তা তুলে ফেলবেন। ১০ গ্রামের মানুষ মামলা হামলা ছাড়া শান্তিতে বসবাস করবে এবং সবাই মিলে মিশে চলবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: