শিরোনাম

South east bank ad

বিলুপ্ত হলো বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

মেয়াদোত্তীর্ণ হওয়ায় অবশেষে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। একইসঙ্গে নতুন কমিটিতে পদপ্রার্থীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বান জানানো হল।

এজন্য তিন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, উপ সমাজসেবা সম্পাদক শেখ সাঈদ আনোয়ার সিজার ও সহ সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম। দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় এই তিন নেতা বগুড়া জেলায় স্বশরীরে উপস্থিত থেকে নতুন নেতাদের জীবনবৃত্তান্ত গ্রহন করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের ৭ মে জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। এর পর ১২ মে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তখন বগুড়া সরকারি আজিজু হক কলেজ, সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া পৌর এবং সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছিল।

গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পরপর সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগে নতুন কমিটি গঠনের কথা থাকলেও বগুড়ায় তা হয়নি। বরং অধীনস্ত ইউনিটগুলোর মধ্যে ৪টির কমিটি স্থগিত করতে হয় এবং আরও ৪টিতে সম্মেলন করার পরও নতুন কমিটি দেওয়া সম্ভব হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: