শিরোনাম

South east bank ad

করোনামুক্ত হলেন মেয়র তাপস

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শনাক্তের এক সপ্তাহের মাথায় করোনাভাইরাসমুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তার করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। রিপোর্ট পাওয়ার পরে এদিন বিকেল সাড়ে ৪টায় তিনি নগর ভবনে তার অফিসে যান। এরপর দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এর আগে গত ১৩ জানুয়ারি মেয়র তাপসের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া ৯ জানুয়ারি তার স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত হন।

মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: