বিধু ভূষণ দাস স্মরনে আওয়ামী লীগের শোকসভা অনুষ্ঠিত
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাসের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকেলে গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক ম নূরুল ইসলামের সঞ্চালনায় স্বর্গীয় বিধু ভূষণ দাসের স্মৃতিচারণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, জেলা আওয়ামী লীগ নেতা এম এ কদ্দুছ, জেলা আওয়ামীলীগের সদস্য নাজনীন আলম, নিলুফার আন্জুম পপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, মৃত বিধু ভূষণ দাসের ছেলে শ্যামল দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন প্রমুখ।
এতে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী স্বতস্ফূর্তভাবে অংশগ্রন করেন।