শিল্পাঞ্চল পুলিশ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন অতিঃ আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) শিল্পাঞ্চল পুলিশ এর অতিঃ আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, কর্তৃক শিল্পাঞ্চল পুলিশ-১, আশুলিয়া, ঢাকা এর পুলিশ লাইন্স মাঠে অত্র ইউনিটের আওতাধীন শিল্পাঞ্চল এলাকায় বসবাসরত শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
অতিঃ আইজি বলেন, শিল্পাঞ্চল পুলিশ শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মহামারী করোনার সময়েও বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের মাঝে স্বাস্থ্য বিধান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ও সচেতনতার বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে শিল্প এলাকায় করোনা সংমক্রণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায়, শিল্পাঞ্চল পুলিশ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জন্য অত্র শিল্পাঞ্চল এলাকার শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করার মাধ্যমে কিছু মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করেছে। তিনি আরো বলেন, আগামীতে শিল্পাঞ্চল পুলিশ এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
উক্ত অনুষ্ঠানে শিল্পাঞ্চল পুলিশ-১, আশুলিয়া, ঢাকার পুলিশ সুপার, অতিঃ পুলিশ সুপারদ্বয়, সহকারী পুলিশ সুপারবৃন্দসহ ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।