পল্টন বোমা হত্যাকাণ্ডের ২১তম বার্ষিকী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পল্টন বোমা হত্যাকাণ্ডের ২১তম বার্ষিকী আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবার। ২০০১ সালের এদিনে রাজধানীর ঐতিহাসিক পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহাসমাবেশে নৃশংস বোমা হামলায় দলের পাঁচ নেতাকর্মী নিহত হন। আহত হন ২৫ জন নেতাকর্মী। চিরতরে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই।
নৃশংস ওই বোমা হামলার পরপরই সিপিবির তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন। দুই বছর পর ২০০৩ সালের ডিসেম্বরে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবেদনে মামলা খারিজের আবেদন করা হয়। পরে দেশের বিভিন্ন স্থানে আরও বোমা-গ্রেনেড হামলার প্রেক্ষাপটে পুলিশ মামলাটি পুনঃতদন্তের আবেদন জানায়।
২০১৪ সালের সেপ্টেম্বরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি হত্যা মামলার রায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারক। রায়ের পর হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হলেও পেপারবুক তৈরির কাজ শুরু হয়নি। অন্যদিকে বিস্ম্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণ ঢিমেতালে চলায় এখনও সম্পূর্ণভাবে মামলার নিষ্পত্তি হয়নি।