শিরোনাম

South east bank ad

আপাতত বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগামী ১৫ দিনে ভোজ্য তেলের দাম বাড়ছে না। ৬ ফেব্রুয়ারির পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বুধবার সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে, সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ভারতের বড় সুবিধা হলো, তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম। আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। এসব বিবেচনা করে আমাদের দেখতে হবে। এজন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে।

তিনি বলেন, আমরা আগামী ৬ ফেব্রুয়ারি আবার বৈঠক করব। সে সময় দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব। কমানোর প্রয়োজন হলে কমাব। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, সেটি করা হবে।

তবে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা আমাদের না জানিয়ে নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিল। সেটাও তারা (ব্যবসায়ীরা) বিবেচনা করবে বলে জানিয়েছে।

বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত আছে।

এর আগে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কথা উল্লেখ করে নতুন দাম কার্যকরের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পরে সেটি যাচাই-বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায় মন্ত্রণালয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: