সোনাতলা পৌর মেয়রের মুক্তি দাবিতে মানববন্ধন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
আজ (১৮ জানুয়ারি) মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সোনালী ব্যাংক মোড় থেকে পৌরসভা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে সোনাতলা পৌরসভার সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের শত শত নারী পুরুষ ওই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচি শেষে বক্তব্য রাখেন, সোনাতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ, সোনাতলা কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালত জামান পলাশ, পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, জাফর ইকবাল, কুলছুম বেগম, কহিনুর বেগম, মিঠু সাহা, আমজাদ হোসেন, হামিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের দিন পরাজিত ও জয়ী দলের নেতাকর্মীদের মধ্যে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় ৭ নভেম্বর সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা থেকে গ্রেফতার করেন। এরপর থেকে নান্নু জেলে রয়েছে।