দুর্গাপুর উপজেলায় নির্বাচিত ইউপি সদস্যগনের শপথ গ্রহন
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি কুল্লাগড়া, চন্ডিগড়, বিরিশিরি, বাকলজোড়া, কাঁকৈরগড়া ও গাওকান্দিয়া ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ আসনে বিজয়ী সদস্যগনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সোমেশ^রী হলরুমে ১৮জন রংরক্ষিত ও ৫৪জন সাধারণ আসনের সদস্যগনের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করাণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল-আহসান। অনুষ্ঠানে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাজাজাদুর রহমান সাজ্জাদ, নির্বাচন অফিসার ফারহানা শিরিন,কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হেসেন তালুকদার,
প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,
মেয়র পত্নী সুরমী আক্তার সুমী,আ’লীগ নেতা বিপ্লব মজুমদার ও পাভেল চৌধুরী, ৬ ইউপি চেয়ারম্যান,৬ ইউনিয়ন সচিবসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে, এর আগে গত ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ৬ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগন’কে নেত্রকোনায় জেলা প্রশাসক সাহেব’র মাধ্যমে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকাশ থাকে যে ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের মেনকীফান্দা কেন্দ্রে সামান্য আইনি জটিলতা থাকায় ঐ ইউনিয়নের নির্বাচিত কাউকেই এই শপথ অনুষ্ঠানের আওতায় আনা হয়নি। সল্প সময়ের মধ্যেই জটিলতার নিরসন হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন,পরে ঐ ইউনিয়নের সকল বিজয়ীগনকে একসাথে শপথ পড়ানো হবে বলেও জানান তিনি।