নারী শ্রমিক গণধর্ষণের শিকার গ্রেফতার ১
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে ফেক্টরী থেকে রাতে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ওই নারী থানায় মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা পরির্দশক (তদন্ত) গোলাম কিবরিয়া গত (১৫ জানুয়ারি) শনিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাকিল মিয়া (২২) কে গ্রেফতার করে। সে বেঙ্গাডোবা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
গত ৮ জানুয়ারী রাতে সায়হাম নিট কম্পোজিট কর্তরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিল সহ ৪ জন তার পথ রোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় ভাবে ঘটনা সালিশে নিষ্পত্তি করার চেষ্টা করে। বিচার না পেয়ে সে থানায় শনিবার রাতে মামলা করেন। ওই রাতেই পুলিশ প্রধান অভিযুক্ত শাকিল কে গ্রেফতার করে। রোববার ১৬ জানুয়ারি শাকিল কে আদালতে সোপর্দ করলে তাকে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।