শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় সাবেক গ্রাম পুলিশ নিহত

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় রমজান আলী (৬৭) নামে এক সাবেক গ্রাম পুলিশের সদস্য নিহত হয়েছে।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) দুপুরে জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত রমজান আলী বোদা উপজেলার সদর ইউনিয়নের শন্তরাপুকুরী এলাকার সরতুল্লাহর ছেলে।

সে বেংহাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক গ্রাম পুলিশের সদস্য ছিলেন। স্থানীয় ও বোদা থানার পুলিশ জানায়, দুপুরে শন্তরাপুকুরী ফুলতলা বাজার এলাকায় বাসিন্দা ও ব্যবসায়ী রহমানের ভাটা থেকে ইট তৈরিতে ব্যবহৃত মাটি বহন করছিলো একটি ট্রাক্টর।

এদিকে ওই ট্রাক্টরের পেছন দিয়ে রমজান আলী যাওয়ার সময় এক সময় ট্রাক্টরটি পিছনের দিকে আসলে তাকে ধাক্কা লাগে। এতে রমজান আলী ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: উম্মে হুমায়েরা তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাক্টরের ধাক্কায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: