ঢাকা-ময়মসিংহ মহাসড়কে পরিবহণ ধর্মঘট স্হগিত
মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ):
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিষয় নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন অতিরিক্ত মহাসচিব, এফবিসিসিআই সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মোঃ আমিনুল হক শামীম বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম এর আশ্বাসের প্রেক্ষিতে আগামী (২৬ জানুয়ারি) পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
অপরদিকে আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গণপরিবহন ধর্মঘট স্থগিত বিষয়টি নিশ্চিত করেছেন জিলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা। এসময় মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানানো হয় সচিবের অনুরোধে ও আশ্বাসের প্রেক্ষিতে এবং বিভাগীয় কমিশনার এর আহ্বানে ঢাকা-ময়মনসিংহ সড়কে পরিবহন ধর্মঘট ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। ২৬ শে জানুয়ারির পরে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে উল্লেখ করা হয়।