পুলিশের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা আটক
এম, নুরুন্নবী, (ভোলা):
ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বিক্রেতাকে আটক করেছেন। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলা হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত (১৪ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই শামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবপুর গ্রামের আব্দুল্লাহ মুন্সি বাড়ির মোহাম্মদ আলী মুন্সির বসত ঘরের পিছনে সুপারি বাগানে অভিযান পরিচালনা করেন।
এ সময় ৫০পিজ ইয়াবাসহ একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে আলাউদ্দিনকে (৩৫) আটক করেন। পরে পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনি ১০ (ক) ধারায় মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ করেন। মামলা নং ০২।