ট্রাকচাপায় অজ্ঞাত নারী নিহত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ায় সদরের বাঘোপাড়া এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন।
গতকাল (১৫ জানুয়ারি): শনিবার দুপুরের দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাস্তা অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। ট্রাকটি আটক করা যায়নি।