নবনিযুক্ত জেলা প্রশাসক আবু কায়সার খান এর সাংবাদিকদের সাথে মতবিনিমিয়
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):
রাজবাড়ী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু কায়সার খান আজ (১৫ জানুয়ারী) শনিবার সকাল ১০টায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
সাকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত অর্ধশত সাংবাদিক মতবিনিময় সভায় অংশ নিয়ে জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, জেলা প্রশাসক অত্যন্ত ধৈয্যের সাথে সাংবাদিকদের কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় এসময় অন্যনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান শেখ ও সহকারী কমিশনার বিপুল শিকদার উপস্থিত ছিলেন।
জেলা প্রশাক আবু কায়সার খান এ জেলাকে সুন্দর ভাবে পরিচালনা ও জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, অবজারভার এর প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, কাজী আব্দুল কুদ্দুস বাবু , সহসাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি, গ্লোবাল টিভি ও প্রতিদিনের সংবাদ এবং ইংরেজী দৈনিক বাংলাদেশ পোস্ট এর জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশিষ বিশ্বাসসহ প্রমুখ।
এর আগে সকাল ৯টায় জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন নবাগত জেলা প্রশাসক।
উল্লেখ থাকে যে, ২৪ তম বিসিএস ক্যাডার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু কায়সার খান এর বাড়ি মাদারীপুর জেলার শিবচেরে। তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সহকারী কমিশনার (ভুমি) হিসেবে নিযুক্ত ছিলেন, সুনামগঞ্জ সদর ও মৌলভীবাজারের কুলাউড়ায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টাংগাইল জেলার দেলদুয়ারে থাকা অবস্থায় সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষামন্ত্রণালয় এবং পদোন্নতী পেয়ে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তার সহধর্মীনি জিনাত আফরিন ঢাকার সরকারী তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) বিভাগে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার বাসিন্দা।