শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় নগরীর শম্ভুগঞ্জ এলাকার চায়না মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একই মোটরসাইকেলে ছিলেন। তাঁদের সবার বাড়ি জেলার ত্রিশাল উপজেলার কালীরবাজার সেনবাড়ী এলাকায়।

নিহতরা হলেন ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব উদ্দিনের ছেলে ইয়াসিন (১৮) ও মো. ইসলামের ছেলে মো. রিপন (৩০)।

পুলিশ জানায়, শম্ভুগঞ্জ এলাকার চায়না মোড়ে ব্রহ্মপূত্র সেতুর দিকে আসা একটি বালুভর্তি ট্রাক (ড্রাম ট্রাক) সজোরে এসে সামনের দিকে চলতে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মােটরসাইকেলে থাকা তিন আরোহীই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অন্যজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও পুলিশ ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: