রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নির্বাচনের কারণে দেশের বেশ কিছু এলাকায় আগামী রোববার (১৬ জানুয়ারি) ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, রোববার জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং পাঁচটি পৌরসভার (চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটের দিন নির্বাচনী এলাকার যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।
এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকের শাখা ও উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হল।