ত্রিশাল প্রেসক্লাবে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবে নবাগত সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি সবার সহযোগিতা প্রত্যাশা কামনা করেছেন।
বৃহস্পতিবার( ১৩ জানুয়ারি) সন্ধ্যায় কর্মত সাংবাদিক সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জোবায়ের হোসেইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান, ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার , সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সরকার, বৈশাখী টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সহ-সভাপতি আ ন ম ফারুক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার, সম্মানিত সদস্য রেজাউল করিম বাদল, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, সাহিত্য ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ অন্যান্যরা।