উচ্ছেদ নোটিশ পেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ কতৃর্ক পঞ্চগড় পৌরসভার ৯নং ওয়ার্ড়ের নিমনগড় খালপাড় এলাকার বিদ্যমান স্থাপনা উচ্ছেদের নোটিশ প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুব্ধ পরিবারের সদস্যরা।
আজ (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল-তারেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমানুয়ন কবীর উজ্জল, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল, নোটিশ প্রাপ্তদের মধ্যে আনিসুর রহমান, বছিরন, রহিমাসহ অনেকে।
বক্তারা বলেন, উচ্ছেদের নোটিশ প্রাপ্তরা উক্ত জমিতে বংশপরস্পরায় ৩৫ থেকে ৪০ বছর ধরে বসবাস করছেন। ওই ঠিকানায় তারা জাতীয় পরিচয়পত্র পেয়েছে। সরকার কতৃর্ক সামাজিত নিরপত্তা বেষ্ঠনীর সুযোগ সুবিধা পেয়ে আসছেন। এই অবস্থায় উচ্ছেদের নোটিশ প্রাপ্তির পর চরম উৎকন্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।
এসব পরিবার পরিজনের সৃষ্ট উদ্বেগ, উৎকন্ঠা ও ভবিষ্যত অনিশ্চয়তার অবসান করা অতীব জরুরী বলে মনে করছে বক্তারা। এসময় বক্তারা আরো বলেন এই বস্তিবাসীকে যতক্ষণ পর্যন্ত পুর্নবাসন করা না হবে ততক্ষন পর্যন্ত বস্তিবাসীকে উচ্ছেদ করা যাবেনা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাযার্লয়ে গিয়ে একই দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে। এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী স্মারকলিপিটি গ্রহণ করেন।