গ্রাম পুলিশ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
মেহের মামুন, ( গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম পুলিশ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মশালায় ২ শতাধিক গ্রাম পুলিশ অংশগ্রহন করে।
প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শেখ আলাউল ইসলাম, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইফুল ইসলাম।