ইস্টার্ণ ব্যাংক লিমিটেড নাভারণে এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন
মোঃ জামাল হোসেন, (যশোর):
যশোরের শার্শা উপজেলার নাভারণে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে ব্যাংকের অস্থায়ী কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের যশোর শাখার এসবিএসএসএম আলমগীর কবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের হেড অফ চ্যানেল ব্যাংকিং জাহেদ চৌধুরী, হেড অফ এজেন্ট ম্যানেজমেন্ট মশিউল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের নাভারন এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক সাইদুজ্জামান বিটনসহ নাভারণ শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে এবং কেক কেটে ব্যাংটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তা। অনুষ্ঠানে এসময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।