শিরোনাম

South east bank ad

পুলিশে চালু হলো সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরা

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

সকল মেট্রোপলিটন পুলিশ ইউনিট গুলোর পর জেলা পর্যায়ে প্রথমবারের মতো ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু করলো জামালপুর জেলা পুলিশ।

গতকাল বুধবার (১২ জানুয়ারি ২০২২ খ্রি.) তারিখে পুলিশ সুপারের কার্যালয় জামালপুরে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পুলিশ জামালপুরের ট্রাফিক সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে ০৮ টি ক্যামেরা দিয়ে এই কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।

উলেখ্য যে, প্রতিটি ক্যামেরা ৪০ মেগা পিক্সেল একবার চার্জ দিয়ে ১২ ঘন্টার অধিক সময় ভিডিও রেকর্ডিং করা যাবে। ৩৬০ ডিগ্রী ঘুরানো যাবে, ওয়াইফাই ৩জি, ৪জি ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

পুলিশ সুপার মহোদয় জেলায় যোগদানের পর থেকে প্রযুক্তিনির্ভর বেশ কিছু কাজ করেছেন। প্রত্যেক থানায় টু-ওয়ে টকিং সিস্টেম যুক্ত বিশেষ সিসি ক্যামেরা স্থাপন করেছেন , যার মাধ্যমে পুলিশ সুপার থানার ডিউটি অফিসারের কক্ষ ও হাজতখানা যে কোন স্থান থেকে দেখতে পারেন এবং কথা বলতে পারেন। জেলা পুলিশের সকল ইউনিটে সিসি ক্যামেরা স্থাপন। ট্রাফিক বিভাগের মামলা ও জরিমানা আদায়ে ই-প্রসিকিউশনের POS মেশিন প্রদানসহ তাঁর এই প্রযুক্তিগত কার্যক্রমের ধারবাহিকতায় এবার ট্রাফিক বিভাগে বডি ওর্ন ক্যামেরা চালু করলেন।

এসময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম খান অতিরিক্ত পুলিশ সুপার (সদর),ফকির সাইফুদ্দিন, টিআই (প্রশাসন),ট্রাফিক বিভাগ জামালপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: