সড়ক দূর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত
সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরের নালিতাবাড়ীতে অটোচাপায় আলমিনা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের ছোট্ট শিশুটিকে হারিয়ে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
নিহত শিশু উপজেলার গাগলাজানী গ্রামের আলম মিয়ার একমাত্র ছেলে। গতকাল বুধবার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলার গাগলাজানী তালতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গাগলাজানী গ্রামের আলম মিয়ার শাশুরীর সাথে শিশুকন্যা আলমিনা প্বার্শবর্তী বাড়ী থেকে বেড়ানোর শেষে নিজ বাড়ীতে ফিরছিলো। এসময় শেরপুর থেকে ছেড়ে আসা নালিতাবাড়ী গামী একটি ব্যাটারী চালিত অটোরিক্সা পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এঘটনায় চালক অটোরিক্সা রেখে পালিয়ে যায়। পরে নিহতের নানীর ডাক-চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহামেদ বাদল ঘটনার সত্যতা স্বীকার করেন।