স্বাস্থ্যকর্মীর কান্ড, শিক্ষার্থীকে দুই ডোজ টিকা প্রদান
এইচ কবীর টিটো, (গফরগাঁও):
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ৮ম শ্রেণীর শিক্ষার্থী আলিফকে করেনাোর একসাথে দুইডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।সে উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক(৮ম শ্রেনী পর্যন্ত উন্নীত) বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। শিলাসি গ্রামের রনি মিয়ার ছেলে।
গত (১১জানুয়ারি) মঙ্গলবার বিকালে আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়াম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে এমন ঘটনা ঘটে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি এমন টিকা গ্রহণে কোন অসুবিধা হবেনা।
শিক্ষার্থী আলিফ বলেন, টিকা গ্রহণ করেছি বলার পরও আমার কথা বিশ্বাস না করে আরও এক ডোজ টিকা দিয়ে দেয়।
শিক্ষার্থীর পিতা রনি মিয়া বলেন,দ্বায়িত্বে খামখেয়ালি করায় এটা হয়েছে। ছেলেটার কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এটা নিয়ে চিন্তা করছি।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সোমবার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা (১২)কেও দুই ডোজ টিকা দিয়ে দেয় স্বাস্থ্যকর্মী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, টিকা নেওয়ার দুই আড়াই ঘণ্টার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া না হলে আর ভয়ের কারণ নেই। আমরা আশা করছি কোন সমস্যা হবে না।
অন্যদিকে হাজার হাজার শিক্ষার্থীদের জন্য কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে দেয়া হচ্ছে টিকা।এতে করোনা বৃদ্ধি আশংকা রয়েছে বলে অভিজ্ঞ জন রা মনে করেন।