শিরোনাম

South east bank ad

মেশিনে কাপড় জড়িয়ে ইট ভাটা শ্রমিকের মৃত্যু

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার ধুনট উপজেলায় মাটি ও কাঁদা মেশানোর মেশিনের (মিক্সার মেশিন) সঙ্গে পরনের কাপড় জড়িয়ে ইট ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল (১২ জানুয়ারি) বুধবার সকালের দিকে উপজেলার কুড়িগাতী গ্রামে জুবায়ের আহমেদের বন্ধু ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান মিয়া (৭০) কুড়িগাতী গ্রামের আহাদ বক্সের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোলেমান মিয়া দীর্ঘদিন ধরে ইট ভাটায় শ্রমিকের কাজ করেন। অন্যান্য দিনের মত বুধবার ভোরে তিনি কাজে যোগ দেন। সকাল সাড়ে আটটার দিকে মাটি ও কাঁদা মেশানোর মেশিনের সঙ্গে অসাবধানতাবশত তাঁর পরণের কাপড় জড়িয়ে যায়।

এসময় তিনি গুরুতর আহত হন। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

ইট ভাটা মালিক জোবায়ের আহমেদ জানান, কাজ করতে গিয়ে অসাবধানতাবশত মেশিনের সঙ্গে জড়িয়ে সোলেমান মিয়া আহত হন। চিকিৎধীন অবস্থার তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফন করা হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, কোন অভিযোগ না থাকায় দুর্ঘটনার শিকার শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: