শিরোনাম

South east bank ad

বগুড়ার ২৬ ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার তিন উপজেলার ২৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

গতকাল (১২ জানুয়ারি) বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ২৬ ইউপির চেয়ারম্যানদেরকে শপথ পাঠ করান বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। তিনি নবনির্বাচিতদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।

অনুষ্ঠানে বগুড়ার ধুনট উপজেলার ১০ জন, সদর উপজেলার উপজেলার ৭ জন ও শাজাহানপুর উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সমর পাল, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন।

পরে উপজেলা নির্বাহি কর্মকর্তাগণ তাদের কার্যালয়ে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ ২৮ নভেম্বর বগুড়ার তিন উপজেলার ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: