ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় এন্তাজ আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত (১১ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বেলগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এন্তাজ আলী উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাটিবাহী একটি ট্রাক ভবানীপুর সড়ক দিয়ে সীমাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বেলগাড়ি এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি এন্তাজ আলীর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে এন্তাজ আলী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন এন্তাজ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এস আই) জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি নিয়ে এর চালক পালিয়ে গেছেন। তাই ট্রাকচালককে ধরা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।